সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। এ কর্মশালা শেষ হবে আগামী ৩০ এপ্রিল।
প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা ও দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৃথক চারটি সেশন অনুষ্ঠিত হবে। এসব সেশনে পর্যায়ক্রমে সকল কর্মকর্তা অংশগ্রহণ করবেন।
আরও পড়ুন: গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৬৩ শতাংশ
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, একটি বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে পরিচালনার জন্য কর্মকর্তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই কর্মকর্তাদের হতে হবে দক্ষ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল। বিশ্ববিদ্যালয়কে আপন মনে করে, বুকে ধারণ করতে হবে। প্রতিষ্ঠানের মঙ্গলের জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে হবে। তবেই বিশ্ববিদ্যালয়ের উন্নতি সম্ভব।
বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, বিষয়টা যদি এমন হয় যে, আমরা প্রশিক্ষণ নিলাম, জানলাম; কিন্তু বাস্তবে প্রয়োগ করলাম না। তাহলে এসব প্রশিক্ষণ কোনো কাজে আসবে না। কর্মকর্তারা জানেন অফিসের একটা ডেকোরাম আছে, তাদের আচরণ কেমন হওয়া উচিত, কীভাবে কাজ করা উচিত। তারপরও এসব প্রশিক্ষণ আয়োজন করা হয় নিছক স্মরণ করিয়ে দিতে যে, আমরা আমাদের দায়িত্ব যাতে ভুলে না যাই। কেননা কর্মকর্তারা তাদের আচরণ ও শৃঙ্খলা সম্পর্কে জানলে কাজের গতি আসবে, বিশ্ববিদ্যালয়ের উন্নতি হবে।
আরও পড়ুন: শিক্ষকদের কাছে খোলা চিঠিতে ক্ষমা চাইলেন কুয়েট শিক্ষার্থীরা
প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশের অ্যাডভাইজার মো. আফসার আলী। তিনি একই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস এবং অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
কর্মশালার মডারেটর হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান ও আইকিউএসি’র পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া।