ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, ইদানিং দাম্পত্য সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না গোবিন্দ ও সুনীতার। ভুল বোঝাবুঝি, মান-অভিমান চরমে পৌঁছালে এক পর্যায় স্ত্রীর গায়ে হাত তোলেন গোবিন্দ। এরপরই আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন সুনীতা।
শোবিজে তাই গোবিন্দর বিবাহ বিচ্ছেদের জল্পনা-কল্পনা এখন তুঙ্গে। এ প্রসঙ্গে সম্প্রতি মুখ খুলেছেন অভিনেতার ম্যানেজার শশী। তিনি বলেন,
প্রত্যেক দম্পতির মধ্যে ভুল বোঝাবুঝি হয়। দর্শকের কাছে বিষয়টিকে মূলত ‘মুখরোচক’ করে উপস্থাপন করা হচ্ছে।
শশী আরও বলেন,
আমি দীর্ঘদিন ধরে গোবিন্দর সঙ্গে কাজ করছি। তিনি কারও উপর জোরে কথা বলতে পারেন না, তার বিরুদ্ধে উঠেছে গার্হস্থ্য হিংসা, ব্যভিচার, নারী নির্যাতনের অভিযোগ! এ সবই মিথ্যা।
এ জুটির দাম্পত্য সম্পর্ক প্রসঙ্গে গোবিন্দের আইনজীবী বলেন,
সব সমস্যা মিটে গেছে। সামনেই গণেশ চতুর্থী আসছে। ওদের একসঙ্গেই দেখতে পাবেন আপনারা।
দীর্ঘদিন ধরেই শোবিজে চলছে অভিনেতা গোবিন্দ এবং তার স্ত্রী সুনীতার বিবাহবিচ্ছেদের গুঞ্জন। এ গুঞ্জনের আরও ডালপালা ছড়ায় ভারতের চণ্ডীগড়ের মহাকালীর মন্দির থেকে। ওই মন্দিরে পূজা দিয়ে পুরোহিতের সঙ্গে কথা বলেন গোবিন্দের স্ত্রী।
আরও পড়ুন: যে কারণে বলিউড থেকে হারিয়ে গেলেন ভূমিকা চাওলা
তখনই অঝোরে কেঁদে সুনীতা বলেন,
গোবিন্দকে স্বামী হিসেবে পেয়েছি, পেয়েছি দুই সন্তানও। যে আমাদের দুজনের মধ্যে আসবে তাকে দেবী মা ছিন্ন করে দেবেন। আমার মতো সৎ নারীর চোখে যে জল আনবে তার ভালো হবে না।
আরও পড়ুন: হৃতিক-জুনিয়র এনটিআর বন্ধুত্বে ভাঙন!
সে মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরই গোবিন্দ এবং তার স্ত্রী সুনীতার বিবাহবিচ্ছেদের গুঞ্জন অন্তর্জালে তুঙ্গে পোঁছায়।
]]>