এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সি জানান, প্রবাহমান মধুমতি বিল রুট চ্যানেলের পাশ দিয়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় দখল করে স্থাপনা তুলে দীর্ঘ দিন ধরে ভোগদখল করে আসছিলেন অবৈধ দখলদাররা। এসব স্থাপনা সরিয়ে নেয়ার জন্য ২০২৪ সালের নভেম্বর ও চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নোটিশ দেয়া হয়। সম্প্রতি মাইকিংও করা হয়।
আরও পড়ুন: অবৈধ স্থাপনা পেলেই গুঁড়িয়ে দিচ্ছে রাজউক
তিনি আরও জানান, সোমবার সকাল থেকে সদর উপজেলা ৩০নং হরিদাসপুর মৌজার বিআরএসের ৪নং খতিয়ান থেকে ১৯টি স্থাপনা উচ্ছেদ করে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলমুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে মধুমতি বিল রুট চ্যানেলে পাশ থেকে আরও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।