গোপালগঞ্জে বাসের ধাক্কায় শিশু নিহত

১ সপ্তাহে আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিনথিয়া আক্তার মীম নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।

রোববার (১২ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে নিলফা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টা ওই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।


নিহত শিশু সিনথিয়া নিলফা উপজেলার বর্ণি ইউনিয়নের সিঙ্গিপাড়া গ্রামের মিরাজ শেখের মেয়ে এবং মর্ডান কিন্ডার গার্ডেনের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।


পুলিশ জানায়, স্কুল ছুটি হওয়ার পর সিনথিয়া মীম রাস্তা পার হচ্ছিলো। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী  ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সিনথিয়াকে মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন: বিয়ের দাওয়াতে গিয়ে কাভার্ডভ্যান চাপায় শিশু নিহত


টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (অপারেশন) খন্দকার আওরঙ্গজেব বলেন, ‘সড়ক দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা  সড়ক অবরোধ করে রাখে। পরে প্রশাসনের অনুরোধে প্রায় দেড় ঘণ্টা পরে অবরোধ তুলে নেয় তারা। ঘাতক বাসটিকে জব্দ করতে পারলেও বাসের চালককে আটক করতে পারেনি পুলিশ।’

]]>
সম্পূর্ণ পড়ুন