মধ্যপ্রাচ্যে সমরাস্ত্রে স্বয়ংসম্পূর্ণ দেশ ইরান প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবন দিয়ে বিশ্বকে চমকে দিচ্ছে। দেশটি বহুদিন ধরে ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে আসছে। সম্প্রতি একাধিক ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি সামনে এনেছে তেহরান।
পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ক্ষেপণাস্ত্র কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরি করছে ইরান। গত বুধবার (৫ ফব্রুয়ারি) দেশটির বিরুদ্ধে ফের গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির অভিযোগ তোলে ফ্রান্স ও আলবেনিয়াভিত্তিক রাজনৈতিক সংগঠন এনসিআরআই।
দাবি করা হয়, শাহরুদ শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে ক্ষেপণাস্ত্র নির্মাণ কেন্দ্রের কাজ চলছে। সেখানেই পারমাণবিক শক্তি সম্পন্ন ওয়ারহেড তৈরি করা হচ্ছে বলেও দাবি করা হয়।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসা ‘বুদ্ধিমানের কাজ নয়’: খামেনি
তবে স্থানীয় সময় বৃহস্পতিবার ইরানের ইসলামি বিপ্লবের ৪৬তম বার্ষিকীর আয়োজনে বক্তব্য দেয়ার সময় এ অভিযোগ নাকচ করেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন,
আমরা পারমাণবিক অস্ত্রের পিছনে ছুটছি না। আমাদের প্রিয় ইসলামি বিপ্লবের নেতা এর বিরুদ্ধে ফতোয়া (ধর্মীয় ফরমান) জারি করেছেন।
ইরানে পারমানবিক অস্ত্র তৈরির কাজ চলছে কি না এটা যাচাই করা সহজ বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি শান্তি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং গণবিধ্বংসী অস্ত্রের বিরোধিতার প্রতি ইরানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন পেজেশকিয়ান।
এদিন ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোনবাহী রণতরী ‘শহীদ বাঘেরি’র আনুষ্ঠানিক উদ্বোধন করে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এতে রয়েছে যুদ্ধের সময় চালকবিহীন যুদ্ধবিমান উৎক্ষেপণের সক্ষমতা। রয়েছে উচ্চগতিতে আক্রমণের ক্ষমতাও।
আরও আছে যুদ্ধ ও সহায়তাকারী হেলিকপ্টার বহনের সক্ষমতা। সমুদ্রে ২২ হাজার নটিক্যাল মাইল পর্যন্ত কার্যক্রম পরিচালনের ক্ষমতাও রয়েছে। একবার জ্বালানি নিয়ে এক বছর পর্যন্ত চলতে পারবে জাহাজটি।
আরও পড়ুন: ইরানের হাতে ‘গোপন ক্ষেপণাস্ত্র’, আঘাতে সক্ষম ৩ হাজার কিমি দূরেও!
শুধু ড্রোনবাহী রণতরীই নয়, এর সঙ্গে সঙ্গে একেবারেই নতুন ধরনের অত্যাধুনিক এক ড্রোন উদ্বোধন করা হয়েছে। নতুন ধরনের এই ড্রোনের নাম ‘কাহের-৩১৩’। এটা মূলত ইরানের ‘কাহের ৩১৩’ স্টিলথ যুদ্ধবিমানের ড্রোন সংস্করণ। তাই একে স্টিলথ ড্রোনও বলা হয়েছে।
যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও তুরস্কের মতো হাতে গোনা কয়েকটি দেশের হাতে রয়েছে এই স্টিলথ ড্রোন। ইরান সম্প্রতি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ‘কাহের ৩১৩’ নামে স্টিলথ যুদ্ধবিমান তৈরি করেছে যা গত বছরের শেষের দিকে প্রথম পরীক্ষামূলক সফল উড্ডয়ন সম্পন্ন করে।
২০২৩ সালের শুরুর দিকে ইরানি কর্মকর্তারা স্টিলথ ফাইটার জেট কাহের-৩১৩-এর ড্রোন সংস্করণ তৈরির পরিকল্পনা ঘোষণা করেন। কর্মকর্তারা জানান, খুব শিগগিরই ড্রোনের বেশ কয়েকটি নতুন মডেল উন্মোচন করা হবে। এর মাত্র দুই বছরের মাথায় ড্রোনটি সামনে আনা হল।
]]>