মিরপুরে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘যদি ভালো উইকেট পাই, আমার ছেলে এবং বাবা খুশি হয়। নিঃসন্দেহে ওদের সমর্থন আমার বড় অনুপ্রেরণা। যেদিন আমি ভালো বোলিং করতে পারি না, তখন তাশফিন মন খারাপ করে। আজকে নিশ্চিত, সে অনেক খুশি। এটা তাশফিনের জন্যই।’
তাসকিনের মুখে গোঁফের কারণ কি! এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বাবার ছোটবেলার একটা ছবি দেখলাম মোচ-টোচ রাখা, ভাবলাম আমিও রেখে দেখি কিছুদিন।’
আরও পড়ুন: ছুটির দিনে প্রথম ম্যাচে মুখোমুখি চিটাগাং-রাজশাহী
৭ উইকেট যে তিনি পাবেন, এটা নাকি ভাবনাতেও ছিল তাসকিনের। সেটির পেছনেও একটা মজার গল্প আছে। তাসকিন বলেন, ‘আজ একটা মজার ঘটনা ঘটেছিল। আমাদের টিম বয় ভাই বলল, ‘‘ভাইয়া, তুমি আজ ৪ উইকেট নাও।’’ আমি হেসে বললাম, চাইলে বেশি চাও, ৮ উইকেটও হতে পারত! কিন্তু ৭ উইকেট পেয়েছি, এটাই অনেক আনন্দের।’
এদিকে শুধু বিপিএল নয়, স্বীকৃত টি-টোয়েন্টির ইতিহাসেও সমন্বিভাবে রেকর্ড গড়েছেন তাসকিন। তার আগে দুই জন ক্রিকেটার স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৭ উইকেট নেয়ার কীর্তি গড়েছিল। এ তালিকায় তাসকিন তৃতীয়।