গেন্ডারিয়ায় অবৈধভাবে টিসিবির পণ্য মজুদ, সেনাবাহিনীর অভিযানে আটক ৭

৩ সপ্তাহ আগে
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য অবৈধভাবে গুদামজাত ও বিক্রয়ের অভিযোগে রাজধানীর গেন্ডারিয়ায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। সদরঘাট আর্মি ক্যাম্পের বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ফরিদাবাদের আলমগঞ্জ মিল ব্যারাকঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে তিনটি গুদাম থেকে টিসিবির ভর্তুকি মূল্যের বিপুল পরিমাণ খাদ্যপণ্য জব্দ করা হয়।

 

এর মধ্যে রয়েছে ৫৪৪ বস্তা চাউল (১৯,৯৭০ কেজি), ৯৪ বস্তা আটা (৪,৭০০ কেজি) এবং ৭১ বস্তা মশুর ডাল (২,৩৭৫ কেজি)।

 

আরও পড়ুন: টিসিবিতে দুর্নীতির অভিযোগ তুলনামূলক কম: বাণিজ্য সচিব

 

টিসিবির এসব পণ্য মূলত নিম্নআয়ের জনগোষ্ঠীর জন্য নির্ধারিত কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে সরবরাহ করা হয়। অথচ কিছু অসাধু ব্যবসায়ী তা অবৈধভাবে মজুদ করে সাধারণ মানুষের নাগালের বাইরে সরিয়ে নিচ্ছে।

 

সেনাবাহিনী জানায়, জনগণের ন্যায্য অধিকার রক্ষায় এবং নিম্নআয়ের মানুষের কাছে ভর্তুকির সুবিধা পৌঁছে দিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন