গুলিস্তানে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

১ সপ্তাহে আগে
রাজধানীর গুলিস্তান মোড়ে রমনা ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ১টার দিকে ফায়ার সার্ভিস সূত্র এ তথ্য জানিয়েছে।

 

রাত সাড়ে ১২টার দিকে আগুনের ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ১২টার ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস জানায়।

 

আরও পড়ুন: মধ্যরাতে গুলিস্তানে মার্কেটে আগুন

 

ঢাকা দক্ষিণের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জোন কমান্ডার ফয়সালুর রহমান বলেন, তৃতীয় তলার এম আকবর টেইলার্স দোকানে আগুন লেগেছে।  রাস্তা ফাঁকা থাকায় অতিদ্রুত আমরা মুভ করে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি।

 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে বলা যাচ্ছে না আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে। তবে তদন্ত করে পরবর্তীতে বিষয়টি জানা যাবে।  

]]>
সম্পূর্ণ পড়ুন