হাসপাতালের ফটকে দুজন গার্ড চেয়ে চেয়ে শুধু দেখেছেন, কিন্তু দরজা খোলেননি। রিকশাচালক ইসমাইলকে বাঁচানোর চেষ্টাও করা হয়নি। আর এ অবস্থায় রক্তক্ষরণে সিঁড়িতেই মারা যান তিনি। এরকম একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পরই চিকিৎসকসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জানুয়ারি) হাতিরঝিল থানা পুলিশ তাদের আটক করে।
আরও পড়ুন: রাজশাহীতে যুবদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, আহত বাবার মৃত্যু
চিকিৎসকসহ ৫ জনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।