বৃহস্পতিবার (২৬ জুন) গভীর রাতে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের সেনের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই মাদক সিন্ডিকেটের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে সেনের বাজার এলাকায় গোলাগুলির শব্দ শুনে লোকজন ছুটে আসে। পরে ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায় সাব্বিরের নিথর দেহ। একইস্থানে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে ছিলেন সাদ্দাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়।
এদিকে, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়া মিরাজ ওরফে কাউয়া মিরাজ চিকিৎসকদের অস্ত্রের ভয় দেখিয়ে খুলনার একটি বেসরকারি হাসপাতাল থেকে পালিয়ে যায়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে সেনের বাজার এলাকায় গোলাগুলির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। গিয়ে সেখানে সাব্বিরের মরদেহ উদ্ধার করি। আহত কাউয়া মিরাজ গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। তবে সে চিকিৎসকদের অস্ত্রের ভয় দেখিয়ে পালিয়ে গেছে। আরেকজন সাদ্দাম, যে মাথায় গুলিবিদ্ধ হয় এবং তার অবস্থাও গুরুতর।
আরও পড়ুন: হাত বাড়ালেই মাদক, বিপথে তরুণ সমাজ!
তিনি জানান, হতাহতদের তিনজনই খুলনার আলোচিত মাদক সিন্ডিকেট ‘বি কোম্পানি’র সদস্য। নিহত সাব্বির ও পলাতক মিরাজ গ্রেনেড বাবু নামে একজন শীর্ষ মাদক ব্যবসায়ীর ডান ও বাম হাত হিসেবে কাজ করতেন। তারা সোহাগ নামের আরেক মাদক ব্যবসায়ীর বাড়িতে বসে ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জেরেই এ ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, পুরো ঘটনার তদন্ত চলছে এবং পালিয়ে যাওয়া মিরাজকে গ্রেফতারের চেষ্টা চলছে।
]]>