মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। এ সময় ডাকাত দল পাহাড় থেকে গুলি ছুঁড়ে পালিয়ে যায়।
উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফের রঙ্গীখালীর গলাচিরা পাহাড়ে একটি ডাকাত দলের চার সদস্য অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে বিজিবি ও র্যাবের দুটি বিশেষ টহল দল পাহাড় ঘিরে ফেলে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দ্রুত পালিয়ে যায় এবং পাহাড়ের দূরবর্তী স্থান থেকে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। পরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি ইউজেডআই সাবমেশিনগান, দুটি একনলা বন্দুক, চারটি হ্যান্ড গ্রেনেড এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: টেকনাফে অপহরণ চক্রের ৫ সদস্য অস্ত্রসহ গ্রেফতার
অধিনায়ক জসীম উদ্দিন আরও বলেন, বিজিবি ও র্যাবের ধারাবাহিক যৌথ অভিযানে পাহাড়ি এলাকার সন্ত্রাসী তৎপরতা কমেছে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে হস্তান্তর করা হয়েছে। হ্যান্ড গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।