গুম প্রতিরোধে দ্রুতই আইন করবে সরকার: আসিফ নজরুল

২ সপ্তাহ আগে
গুম প্রতিরোধে সরকার দ্রুত সময়ের মধ্যে আইন প্রণয়ন কবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে রাজধানীর গুলশানে একটি হোটেলে কমনওয়েলথ চার্টার ওয়ার্কশপের সমাপনী অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি।


আইন উপদেষ্টা বলেন, দ্রুততম সময়ের মধ্যে গুম প্রতিরোধে আইন প্রণয়ন করতে যাচ্ছে সরকার। এতে গুমের মতো মানবতাবিরোধী অপরাধের মাত্রা কমে আসবে।
 

আরও পড়ুন: কেউ যেন ক্ষমতায় চেপে বসতে না পারে, সেই আইন নিশ্চিত হবে: আসিফ নজরুল


তিনি বলেন, জুলাই-আগস্টে বাংলাদেশের গণ-অভ্যুত্থান কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। এটি ছিল গুম, হত্যা, অনাচার, অবিচার আর দুর্নীতির বিরুদ্ধে তরুণদের গণজাগরণ।


ফৌজদারি কার্যবিধি যুগোপযোগী করতে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি জানান, এরইমধ্যে এই আইন সংস্কারে খসড়া তৈরি করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন