মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৯ মিনিটে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ কথা জানান তিনি।
পোস্টে মাহিন সরকার লিখেছেন, ‘গুপ্তহত্যার মিশন চলছে সারা দেশে, পুলিশ প্রশাসন ফেল করছে। সদিচ্ছা কতটুকু আছে সেটাও প্রশ্নবিদ্ধ। বিচারিক প্রক্রিয়ায় অপরাধীদের আদালত থেকে ছাড়া পাওয়ার ঘটনাও যথেষ্ট। রেভ্যুলেশনারি গার্ড হিসেবে শিক্ষার্থীরা সর্বোচ্চটুকু দিচ্ছে, কিন্তু পর্যাপ্ত লজিস্টিকস পাচ্ছে না। এর মূল কারণ প্রাতিষ্ঠানিক কেনো ভিত্তি এখনও পুরোপুরি এই গার্ড বাহিনীর গড়ে ওঠেনি।’
আরও পড়ুন: আন্দোলনকারীরা গুপ্তহত্যার শিকার হচ্ছেন, অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের
স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে সেরকম গাটস দেখছেন না উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সদস্য আরও লিখেন, ‘মৃত্যুকে ভয় পাওয়া যাবে না, কারণ মানুষ মাত্রই মরণশীল। কিন্তু পূর্ববর্তী প্রজন্মের রাজনৈতিক ব্যক্তিবর্গের ভাষায় আমাদের প্রতিনিধিত্ব ফুটে উঠছে না। কালকে (বুধবার) আসাদগেট ব্লকেড কর্মসূচি হবে। আমি এই কর্মসূচিকে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি শিক্ষার্থীদের চ্যালেঞ্জ হিসেবে দেখি। এই কর্মসূচির প্রতি আমি সম্পূর্ণভাবে সংহতি প্রকাশ করছি।’
সাধারণ জনগণকে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়ে মাহিন সরকার লিখেন, ‘ব্লকেড, ব্লকেড, আসাদগেট ব্লকেড। আল্লাহ এই দেশের ওপর রহম করুন।’
গাজীপুরের কালিয়াকৈরে গত বৃহস্পতিবার ভোর ৫টার দিকে শিহানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। অন্যদিকে গত শনিবার নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারান এআইইউবির ছাত্র সীমান্ত। মাত্র দুইদিনের ব্যবধানে মঙ্গলবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ লেক থেকে সুজানা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
]]>