এবারের এশিয়া কাপে দ্বিতীয়বারের মতো ভারতের মুখোমুখি হওয়ার আগে ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদিকে কৌশলগত পরামর্শ দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম। রোববার (২১ সেপ্টেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
আকরামের মতে, ভারতের সহঅধিনায়ক শুভমান গিলকে আউট করতে চাইলে আফ্রিদিকে বলের লেন্থের ক্ষেত্রে আরও বুদ্ধিমত্তা দেখাতে হবে। আকরাম এই মন্তব্য করেছেন ওমানি পেসার শাহ ফয়সাল গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) শেইখ জায়েদ স্টেডিয়ামে ভারতের গ্রুপ এ–র ম্যাচে গিলকে লেট সুইং করা ফুল লেন্থ বলে আউট করার পর।
গিলকে শুরুতেই ভিন্ন ভিন্ন লেন্থে সমস্যায় ফেলা যায় উল্লেখ করে আকরাম আফ্রিদিকে সেই উদাহরণ থেকে শিক্ষা নিতে এবং প্রথম স্পেলে পূর্বানুমানযোগ্য হয়ে না পড়ার আহ্বান জানান।
আরও পড়ুন: আজ কি হাত মেলাবে ভারত?
আকরাম বলেন, ‘এটাই আমি চাই শাহীন আফ্রিদি প্রথমদিকে করুক। কারণ এখন পুরো বিশ্ব জানে ওর পরিকল্পনা কী। সবাই ভাবে, ‘‘ঠিক আছে, ও প্রথমেই ইয়র্কার করবে।’’ তাই আফ্রিদির একটা প্ল্যান বি থাকা দরকার। এটাই সেই দৈর্ঘ্য যেখানে ওকে বল করা উচিত।’
‘এক-দুটি ইয়র্কার আমি মানতে পারি, কিন্তু টানা দুই-তিনটা নয়। কারণ একটি মিস করলেই সেটা বাউন্ডারি হয়ে যাবে, যখন মাত্র দুজন ফিল্ডার সার্কেলের বাইরে থাকে। এতে ও নিজেই নিজের ওপর চাপ তৈরি করে। আমি জানি, সে ভাবে আক্রমণাত্মক হয়ে উইকেট নিতে চাইছে, কিন্তু লেংথ মিশিয়ে বল করা ভালো। একটি ইয়র্কার, হ্যাঁ—কিন্তু ম্যাচের একেবারে শুরুতেই নয়, আর প্রতিটি বলে নয়।’
এর আগে পাকিস্তান গ্রুপ এ'র ম্যাচে ভারতে সাত উইকেটে হেরে যায়। প্রথমে ব্যাট করে পাকিস্তান ৯ উইকেটে ১২৭ রান তোলে, যেখানে ভারতীয় স্পিনার কুলদীপ যাদব নেন তিন উইকেট। ভারত লক্ষ্য তাড়া করে ১৫.৫ ওভারেই জয় পায়, অধিনায়ক সূর্যকুমার যাদব অপরাজিত থাকেন ৪৭ রানে।
আরও পড়ুন: বিসিবি নির্বাচনে স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তামিমদের
৫৯ বছর বয়সী আকরাম পাকিস্তানের ব্যাটিং ইউনিটকেও কুলদীপ যাদবের বিপক্ষে ব্যর্থতার জন্য সমালোচনা করেন।
তিনি বলেন, ‘ও যেভাবে বল করে, পাকিস্তানি ব্যাটাররা একেবারেই পড়তে পারে না। প্রি-শোতে আমি সানি ভাইয়ের (সুনীল গাভাস্কার) সঙ্গে কথা বলছিলাম। উনি বললেন, ‘‘যতক্ষণ না তুমি হাত দেখে পড়তে পারছো, ততক্ষণ এ ধরনের বোলিং বুঝতে পারবে না।’’ এটাই হয়েছে। যখন তারা কুলদীপের বিরুদ্ধে প্রতি দ্বিতীয় বলে সুইপ খেলে, তখন বুঝতে হবে তারা ওকে পড়তে পারছে না।’