গিটারিস্টের সঙ্গে পরকীয়ায় বিচ্ছেদ কনার, গুঞ্জন তুঙ্গে!

২ সপ্তাহ আগে
এক গিটারিস্টের প্রেমে পড়ায় ছয় বছরের সংসার জীবনের ইতি টেনেছেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই গুঞ্জন ছড়িয়ে পড়েছে ঝড়ের গতিতে।

বুধবার দিবাগত রাতে (২৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রথম নিজের বিবাহ বিচ্ছেদের খবর জানিয়ে একটি স্ট্যাটস দেন কনা। সেখানে তিনি জানান, স্বামী গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিনের সঙ্গে গত ১৬ জুন বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে তার।

 

এ ফেসবুক পোস্টের পর গহিন ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে জানান, তাদের বিবাহ বিচ্ছেদ হয়নি। পরে অবশ্য কনার স্বামী সে স্ট্যাটাস মুছে দেন।

 

এ দম্পতির ঘনিষ্ঠজনরা বলছেন, সংসার টিকিয়ে রাখতে চেয়েছিলেন গহিন। কিন্তু শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি।

 

এদিকে বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়লে শোবিজ দুনিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়ে পরকীয়ার কারণে বিবাহ বিচ্ছেদের পথে হেঁটেছেন কনা ও গহিন।

 

গিটারিস্ট শুভ্র ও সংগীতশিল্পী কনা। ছবি: সংগৃহীত

 

বর্তমানে এক গিটারিস্টের প্রেমে পড়েছেন কনা। যে কারণে ৬ বছরের সংসার জীবনের ইতি টেনেছেন সংগীতশিল্পী। গিটারিস্টের নাম মো. শাহরিয়ার সাঈদ শুভ্র। তার সঙ্গে বন্ধুত্ব ও প্রেম গড়ে ওঠায় গহিনের সঙ্গে বিবাহিত জীবন থেকে সরে দাঁড়ান কনা। 

 

আরও পড়ুন: বিবাহবিচ্ছেদ নিয়ে কনার পোস্ট, ‘শিয়াল রাণী’ বললেন ন্যান্সি

 

এ গুঞ্জন প্রসঙ্গে কন্ঠশিল্পী কনার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার কোনো সাড়া পাওয়া যায়নি।

 

আরও পড়ুন: কনার স্বামী লিখলেন ‘আমাদের বিচ্ছেদ হয়নি’, পরে ডিলিট

 

প্রসঙ্গত, দীর্ঘ সাত বছর প্রেম করার পর ২০১৯ সালের ২১ এপ্রিলে ব্যবসায়ী গোলাম মো. ইফতেখার গহিনকে বিয়ে করেন দিলশাদ নাহার কনা। তাদের দীর্ঘ ৬ বছরের সংসারে কোনো সন্তান নেই।

]]>
সম্পূর্ণ পড়ুন