গাড়িতে ৫০ কেজি গাঁজা, র‌্যাবের অভিযানে ধরা

৪ সপ্তাহ আগে
সিলেটের দক্ষিণ সুরমা থেকে ৫০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার (১৯ অক্টোবর) সকালে চণ্ডিপুল পয়েন্ট এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ এ মাদক উদ্ধার করা হয়।

 

র‍্যাব-৯ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল সকালে দক্ষিণ সুরমা থানাধীন চণ্ডিপুল এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকা থেকে কয়েকজন মাদক ব্যবসায়ী একটি টয়োটা ক্রুজার গাড়িতে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।


পরে র‍্যাবের দল লালাবাজারস্থ পপুলার স-মিল ও ফার্নিচার এর সামনে চেকপোস্ট বসায়। সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে সিলেটগামী একটি টয়োটা ক্রুজার গাড়িকে থামানোর সংকেত দিলে গাড়ির ভেতরে থাকা তিনজন পালানোর চেষ্টা কালে র‍্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের আটক করে এবং গাড়িটি তল্লাশি করে।

 

আরও পড়ুন: অ্যাপসের মাধ্যমে পুলিশি সেবা পৌঁছে যাবে সিলেট নগরবাসীর কাছে


তল্লাশিতে গাড়ির পিছনের সিটে থাকা চারটি প্লাস্টিকের বস্তা ও একটি কাপড়ের ব্যাগ থেকে খয়েরি রঙের স্কচ টেপে মোড়ানো অবস্থায় মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে একই ঘটনায় জড়িত আরও একজনকে দক্ষিণ সুরমার বাইপাস রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন মো. আইয়ুব আলী, মো. আবুল হাসেম, আতাউর রহমান, নজরুল ইসলাম।


র‍্যাব জানায়, উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আরও পড়ুন: সিলেটে ৪৯৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১


র‍্যাব-৯ এর পক্ষ থেকে আরও জানানো হয়, মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

]]>
সম্পূর্ণ পড়ুন