গাড়িচালক এবং শিক্ষকদের একই গ্রেডে বেতনের সিদ্ধান্ত অযৌক্তিক

৯ ঘন্টা আগে
দশম গ্রেডে উন্নীতকরণের দাবিতে 'মার্চ ফর ডিগনিটি' শিরোনামে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরের প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনে এ কর্মসূচি শুরু হয়।

আন্দোলনরত শিক্ষকরা অভিযোগ করেন, স্বাধীন বাংলায় তারা বৈষম্যের শিকার। তারা বলছেন, আগে প্রাথমিকের শিক্ষকদের এইচএসসি পাস যোগ্যতায় নিয়োগ দেয়া হত। সে কারণে তারা ১৩তম গ্রেডে বেতন পেতেন।


কিন্তু, এখন প্রাথমিকের শিক্ষকদের যোগ্যতা অনার্স পাস করা হয়েছে। অনার্স পাস করে চাকরিতে ঢুকে ১২ গ্রেডে বেতনের নজির নেই বলে জানান শিক্ষকরা।

 

আরও পড়ুন: প্রাথমিকের শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেড করা উচিত: সারজিস


তারা আরও জানান, সম্প্রতি তাদের আন্দোলনের প্রেক্ষিতে ১৩ গ্রেড থেকে ১২ গ্রেডে বেতনের সুপারিশ করে নতুন কমিশন। যদিও তাদের দাবি ছিল ১০ম গ্রেডের। তারা বলছেন, যেখানে ৮ম শ্রেণি পাস গাড়িচালকরা ১২ গ্রেডে বেতন পায় সেখানে শিক্ষকরা একই গ্রেডে বেতনের সীদ্ধান্ত অযৌক্তিক। এ কারণে তারা ১২ গ্রেডের সুপারিশকে প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন।


দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছেন শিক্ষকরা।

]]>
সম্পূর্ণ পড়ুন