গার্দিওলা নয়, সিটির দুর্দশায় নিজেকে দায়ী করছেন হলান্ড

২ সপ্তাহ আগে
পেপ গার্দিওলা তার কোচিং ক্যারিয়ারে এমন দুর্দিন কখনোই দেখেননি। শেষ ১২ ম্যাচের নয়টিই হেরেছে ম্যানচেস্টার সিটি। সবশেষ হেরেছে গতকাল শনিবার (২১ ডিসেম্বর) অ্যাস্টন ভিলার কাছে ২-১ গোলে হেরেছে টানা চারবার প্রিমিয়ার লিগের শিরোপা জেতা দলটি। যে হারে লিগ টেবিলের ছয় নম্বরে নেমে গেছে সিটিজেনরা। ম্যানসিটির একের পর এক হারে ক্রমে পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে কোচ গার্দিওলার। তবে খেলোয়াড়রা হারের দায় এই স্প্যানিশ কোচকে দিতে নারাজ। এবার আর্লিং হলান্ড হারের দায় নিজের কাঁধে তুলে নিলেন।

ভিলা পার্কে গতকাল জন ডুরান এবং মর্গান রজার্সের গোলে জয় পায় অ্যাস্টন ভিলা। ম্যাচের যোগ করা সময়ে ম্যানসিটির হয়ে একটি গোল করে ব্যবধান কমান ফিল ফোডেন। এদিনও গোল করতে ব্যর্থ হয়েছেন সিটির নরওয়েজিয়ান স্টাইকার আর্লিং হলান্ড।


ইনজুরিতে জর্জরিত সিটিজেনরা সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১২ ম্যাচের মাত্র একটিতে জয়ের মুখ দেখেছে। এর পেছনে সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার হলান্ডের দায় দেখছেন অনেকেই। চলতি মৌসুমে লিগের শুরুর পাঁচ ম্যাচে ১০ গোল করে উড়ন্ত সূচনা করেছিলেন হলান্ড। অথচ আগস্টের পর থেকে মাত্র ৩ গোল করতে পেরেছেন তিনি। ফলে বর্তমান চ্যাম্পিয়নদের দুর্দশার দায় নিজের কাঁধে পেতে নিচ্ছেন হলান্ড।

 

আরও পড়ুন: ১২ ম্যাচে নবম হার, আরও তলানিতে নেমে গেলো ম্যানসিটি


শনিবার ভিলার কাছে হারের পর টিএনটি স্পোর্টসকে হলান্ড বলেন, 'প্রথমে আমি আমার নিজের দিকেই আঙুল তুলছি, আমি পর্যাপ্ত (দলকে সাহায্য) করতে পারছি না, আমি সুযোগগুলোকে গোলে পরিণত করতে পারছি না, আমি এর চেয়ে ভালো করতে পারি, আমি পর্যাপ্ত ভালো করছি না।'


তিনি যোগ করেন, 'অবশ্যই, আমাদের আত্মবিশ্বাস সেরা অবস্থানে নেই। আমরা জানি আত্মবিশ্বাস কতটা জরুরি এবং আপনি দেখবেন এটা প্রত্যেকটা ব্যক্তির ওপর প্রভাব ফেলে। এটা এমনই, আমাদের চালিয়ে যেতে হবে এবং ইতিবাচক থাকতে হবে যদিও এটা কঠিন।'


মাত্র এক মৌসুম আগেও ট্রেবল জিতে ইতিহাস গড়েছে ম্যানসিটি। গত মৌসুমেও দলকে লিগ চ্যাম্পিয়ন করেছেন গার্দিওলা। অবিসংবাদিত অবস্থান থেকে এখন চাকরি হারানোর শঙ্কায় এই স্প্যানিশ কোচ। তবে হলান্ড এখনও গার্দিওলার ওপর ভরসা রাখার পক্ষেই।


আরও পড়ুন: বার্সাকে হারানোয় অ্যাতলেটিকোর খেলোয়াড়দের নিজের রেস্টুরেন্টে খাওয়ালেন সুয়ারেজ


তিনি বলেন, 'শেষ সাত বছরে সে ছয়বার প্রিমিয়ার লিগ জিতেছে, আমরা তাই এটা ভুলে যেতে পারি না। সে সমাধান খুঁজে বের করবে। সে এটা প্রত্যেকটা বছর করেছে। আমরা এখনও তার ওপর বিশ্বাস রাখছি, আমাদের এখনকার চেয়ে আরও কঠোর পরিশ্রম করতে হবে।'


গুরু গার্দিওলা অবশ্য শিষ্যের আত্মসমালোচনার সঙ্গে একমত হচ্ছেন না। তার মতে, হলান্ড না থাকলে তার দলের অবস্থা আরও খারাপ হতে পারতো। তিনি বলেন, 'শেষ পর্যন্ত তাকে সঠিক বল, সঠিক জায়গায় সরবরাহ করতে হবে, তবে এখন আমাদের শুধরে নিতে হবে এবং আমরা পরবর্তী লড়াই করব...'


আগামী মঙ্গলবার (২৬ ডিসেম্বর) লিগের পরবর্তী ম্যাচে এভারটনের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। 

]]>
সম্পূর্ণ পড়ুন