গানে গানে একেসঙ্গে সুনিধি-শরিফুল রাজ

১ সপ্তাহে আগে
ক্যারিয়ারের শুরুতে একক গানের ভিডিও তৈরি করতেন নির্মাতা আদনান আল রাজীব। এতদিন বাদে ফের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাজীব। ভারতীয় সংগীত শিল্পী সুনিধি নায়েকের গাওয়া ‘পালাবে কোথায়’ গানের মিউজিক ভিডিও বানিয়েছেন তিনি। এতে সুনিধির সঙ্গে দেখা গেছে জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজকে।

‘পালাবে কোথায়’ গানের কথা লিখে সুর দিয়েছেন সুনিধির স্বামী সংগীতশিল্পী ও সুরকার শায়ান চৌধুরী অর্ণব। অর্ণবের সঙ্গে গানের কম্পোজিশন করেছেন সাজিদ সরকার ও সুনিধি নায়েক।


প্রকাশিত হয়েছে ‘পালাবে কোথায়’ গানের পোস্টার।

 

আরও পড়ুন: প্রতিশ্রুতি এবং ভালোবাসা, যা পুরোপুরি আমাদের: রোজা আহমেদ


ফেসবুকে পোস্টার শেয়ার করে রাজীব লিখেছেন, “আমি একটি মিউজিক ভিডিও পরিচালনা করেছি আমার বন্ধু সুনিধি নায়েকের জন্য। শিগগিরই আসছে তার গাওয়া ‘পালাবে কোথায়’ শিরোনামের গানটি। সে শিল্পী হিসেবে দারুণ, তাই আমি চেয়েছি এ কাজটির অংশ হতে।


২৬ জুন গানটি ইউটিউবে প্রকাশের পর সবার চোখ ছানাবড়া! সুনিধির সঙ্গে গানটিতে মডেল হয়েছেন ‘ইনসাফ’ অভিনেতা শরিফুল রাজ।

 

আরও পড়ুন: তাসরিফের নতুন গান ‘পাহাড় যাবো’


চমকটা বেশ পছন্দও করেছেন শ্রোতারা। গানচিত্রের প্রশংসা যেমন সবাই করেছেন তেমনি রাজের উপস্থিতিও নজর কেড়েছে। গানটিতে বেশ ‘রাফ অ্যান্ড টাফ’ লুকে হাজির হয়েছেন রাজ।


কোরবানি ঈদে মুক্তি পেয়েছে শরিফুল রাজের চলচ্চিত্র ‘ইনসাফ’।

]]>
সম্পূর্ণ পড়ুন