স্থানীয়দের মতে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সেলিমের চেহারার অদ্ভুত সাদৃশ্য রয়েছে। যার কারণে সবার মনোযোগ বেশি পান তিনি।
সেলিম বাগ্গার কাছ থেকে খাবার কিনতে পছন্দ করেন মোহাম্মদ ইয়াসিন নামের স্থানীয় এক বাসিন্দা। তিনি গণমাধ্যমকে বলেন,
আমাদের মনে হয়, যেন ট্রাম্প নিজেই এখানে ক্ষীর (পুডিং) বিক্রি করতে এসেছেন।
জানা যায়, ট্রাম্পের মতো দেখতে এই পুডিং বিক্রেতা গ্রাহকদের আকৃষ্ট করার জন্য গানও গান। ইয়াসিন বলেন, ‘যখন সে ক্ষীর বিক্রি করার জন্য গান গায়, তখন আমরা তার কাছে আসি।’
আরও পড়ুন: গ্রিনল্যান্ড কিনতে ট্রাম্পের তোড়জোড়, প্রস্তাবে সায় বাসিন্দাদের!
৫৩ বছর বয়সি সেলিম প্রতিদিনই তার রঙিন কাঠের কার্টটি রাস্তার পাশে রেখে বিক্রি করেন দুধের তৈরি পুডিং। ঠান্ডা থেকে বাঁচতে তার পরণে দেখা যায় কামিজের ওপরে একটি কালো জ্যাকেট।
সেলিম বাগ্গার সঙ্গে সেলফি তুলছিলেন স্থানীয় বাসিন্দা ইমরান আশরাফ। তিনি বলেন, ‘তার ক্ষীর সত্যিই সুস্বাদু... আমরা তার সঙ্গে কথা বলি এবং সেলফিও তুলি। পরে আমরা আমাদের বন্ধুদের বলি (মজার ছলে) যে, আমরা এই ছবিগুলো ট্রাম্পের সাথে তুলেছি।’
যদিও মনোযোগের কেন্দ্রে থাকা নিয়ে খুব বেশি অবাক নন সেলিম। এসব বিষয়ে তিনি বলেন,
আমার চেহারা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মেলে, এই কারণেই লোকেরা আমার সাথে সেলফি তোলে...আমার খুব ভালো লাগে।
ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে তিনি বলেন, ‘ট্রাম্প সাহেব (স্যার), আপনি নির্বাচনে জিতেছেন, এখন এখানে (তার দোকানে) আসুন এবং আমার তৈরি করা ক্ষীর খান। আপনি সত্যিই এটি উপভোগ করবেন।’
সূত্র: রয়টার্স
]]>