গাজীপুরে ৭ দাবিতে ডিপ্লোমা প্রকৌশলীদের মহাসড়ক অবরোধ

২ সপ্তাহ আগে
গাজীপুর চৌরাস্তায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ডিপ্লোমা প্রকৌশলীরা।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ৭ দফা দাবি ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের ব্যানারে এ কর্মসূচি শুরু হয়।

 

এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন শত শত যাত্রী।

 

আন্দোলনকারীরা অভিযোগ করেন, বিএসসি ইঞ্জিনিয়ারদের পক্ষ নিয়ে নেসকো কর্মকর্তা রুকনুজ্জামান ডিপ্লোমা প্রকৌশলীদের স্বার্থবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছেন।

 

বক্তারা বলেন, ‘উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের আবেদনের সুযোগ দিলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অস্তিত্বই হুমকির মুখে পড়বে।’

 

আরও পড়ুন: মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, দাবি আদায়ে ১২ ঘণ্টার আল্টিমেটাম

 

তারা আরও জানান, সম্প্রতি বিএসসি ইঞ্জিনিয়ারদের রিট আবেদনের কারণে ডিএমটিসিএল সেকশন ইঞ্জিনিয়ার পদের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিষয়টিকে অযৌক্তিক উল্লেখ করে দ্রুত পরীক্ষা কার্যকরের দাবি জানান আন্দোলনকারীরা।

 

১০ম গ্রেডে পরীক্ষার সুযোগ দাবি করে চাকরি প্রত্যাশীরা স্লোগান দিয়ে বিক্ষোভে অংশ নেন। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর আন্দোলনকারীরা সড়ক থেকে সরে যান।

 

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘১২ ঘণ্টার মধ্যে নেসকো কর্মকর্তা রুকনুজ্জামানকে অব্যাহতি ও গ্রেফতার না করলে এবং দ্রুত বৈঠকের মাধ্যমে সংকটের সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন