শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিতে আহত মোবাশ্বের হোসেন গাজীপুর মহানগরের হারিনাল দক্ষিণপাড়া এলাকার আলী আহমেদের ছেলে। তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই গুলি ছুড়েছে।
আরও পড়ুন: গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলা, রাজপথে শিক্ষার্থীরা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. নয়ন দেওয়ান জানান, সন্ধ্যায় শহরের জোর পুকুরপাড়ের দিক থেকে মোটরসাইকেলে করে এসে গুলি করে পালিয়ে যায়।
গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. মনজুর মোর্শেদ বলেন, রোগীর ডান বাহুতে গুলি লেগেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।
গাজীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সিদ্দিকুর রহমান বলেন, একজন ছাত্রের হাতে গুলি লেগেছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে।