তারা হলেন: গাজীপুরের কালীগঞ্জ সদর এলাকার কালাপাটুয়া কাপাস এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে জামাল উদ্দিন (৭৭)। অপর নারীর পরিচয় পাওয়া যায়নি; তবে তার বয়স আনুমানিক ৩০ বছর।
রেলওয়ে পুলিশ জানায়, গাজীপুর মহানগরের টঙ্গীর বউবাজার এলাকায় শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রেলক্রসিংয়ের পাশে দাঁড়িয়ে ছিলেন ওই নারী। এ সময় ‘হাওড় এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে ওই নারী ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই টঙ্গী রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।
আরও পড়ুন: ফুফুর বাড়ি থেকে আসার পথে নিখোঁজ, ২ দিন পর শিশুর মরদেহ উদ্ধার
অপরদিকে নরসিংদীতে যাওয়ার জন্য টঙ্গী রেলস্টেশনে শনিবার রাত সাড়ে ৮টার দিকে ট্রেনের অপেক্ষায় বসে ছিলেন জামাল উদ্দিন। সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় গরমে হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। পরে টঙ্গী রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এরপর তার পরিবারকে খবর দেয়া হয়। রোববার সকালে তার পরিবার মরদেহ বিনা ময়নাতদন্তে আবেদন করে নিয়ে যায়।
টঙ্গী রেলওয়ে পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) আব্দুল মালেক জানান, আইনগত প্রক্রিয়া শেষে একজনের মরদেহ তার পরিবারে হস্তান্তর করা হয়েছে। অপরজনের (নারী) পরিচয় না পাওয়ায় তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যমতে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। এলাকায় ভিক্ষাবৃত্তি করে বেড়াতেন।