শনিবার (১ নভেম্বর) দুপুরে গাজীপুর মহানগরের সদর থানাধীন মনুরখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১, স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্পের অভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, একটি চাইনিজ ফোল্ডিং নাইফ এবং নগদ ৫৭০ টাকা জব্দ করা হয়।
আরও পড়ুন: শ্বশুরবাড়িতে বিষপ্রয়োগে বিধবাকে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
র্যাব জানায়, গত বছরের ২৯ আগস্ট গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। পরে নিহতের পরিচয় শনাক্ত করেন তার স্ত্রী সাবিনা আক্তার (৩৯)।
পরিবারের ধারণা, ওই দিন সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে কোনো এক সময়ে অজ্ঞাত ব্যক্তিরা পরিকল্পিতভাবে রনিকে হত্যা করে এবং ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের বারান্দায় ফেলে রেখে পালিয়ে যায়।
আরও পড়ুন: খুলনায় টগর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
ভিকটিমের শরীরের পিঠ, ঘাড় ও উরুতে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায় বলে জানায় পরিবার। পরে এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে গাজীপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডটি তখন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনাটির রহস্য উদ্ঘাটনে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়।
এ বিষয়ে র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) মো. পারভেজ রানা জানান, গ্রেফতার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মহানগর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

২ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·