মোবাইলে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, মাথায় সাদা কাপড় প্যাঁচানো এক ব্যাক্তি বাসে আগুন দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ সময় ঘুমন্ত অবস্থায় গাড়িটিতে ছিলেন ড্রাইভার।
আগুনের ঘটনা বুঝতে চিতকার শুরু করলে আশপাশের লোকজন এসে আগুন নেভায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশের ধারণা, আওয়ামী লীগের কর্মীরা এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা এমন ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছি আমরা। বাসে আগুন দেয়া ব্যক্তিকে শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা কাজ করছে।
আরও পড়ুন: গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ আগুন
পুলিশ জানায়, রাতের আধারে এমসি বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি শ্রমিক বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

১ সপ্তাহে আগে
৪






Bengali (BD) ·
English (US) ·