গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে সড়ক অবরোধ, হামলায় শ্রমিক আহত

১ সপ্তাহে আগে
গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে মৌচাক ফুলবাড়িয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। আন্দোলনরত শ্রমিকদের দাবি, এ সময় বহিরাগতদের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে ১০ জন আহত হন।

উপজেলার ভান্নারা এলাকায় 'দাইয়ু বাংলাদেশ লিমিটেড' নামে একটি পোষাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে গত দুদিন ধরে কারখানার ভেতর বিক্ষোভ করে আসছিল। তারই ধারবাহিকতায় ওই শ্রমিকরা রোববার (২৩ মার্চ) সকালে ৮টার দিকে কর্মস্থলে আসার পর একই দাবিতে আবারও বিক্ষোভ শুরু করে।


শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষের ইন্ধনে স্থানীয় বহিরাগত সন্ত্রাসীদেরকে এনে শ্রমিকদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত হন।


একপর্যায়ে হামলার ঘটনায় একজন শ্রমিকের মৃত্যু হয়েছে এমন খবরে ছড়িয়ে পড়লে শ্রমিকরা মৌচাক ফুলবাড়িয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় ওই পোশাক কারখানার ভেতরে ও সামনে থাকা কিছু দোকানপাটও ভাঙচুর করা হয়।


আরও পড়ুন: গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, সংঘর্ষে ওসিসহ আহত ২০


পরে সাড়ে ১০টার দিকে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় আড়াই ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।


এ ব্যাপারে জানতে চাইলে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ মাহমুদ জানান, ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাসের দাবিতে আন্দোলন চলছিল। একপর্যায়ে কারখানার শ্রমিকদের মধ্যে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হয়েছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন