রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব আবু সাঈদ।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী-শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ইসরাইল হাওলাদারকে জিএমপি কমিশনার করা হয়েছে, পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধা জেলার পুলিশ সুপার, দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে ফরিদপুর জেলায়, ডিএমপির উপপুলিশ কমিশনার মো. মিজানুর রহমানকে দিনাজপুর জেলার এসপি করা হয়েছে।
এছাড়া হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানকে পাবনার পুলিশ সুপার, ডিএমপির উপপুলিশ কমিশনার (চুয়াডাঙ্গার এসপি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত) গৌতম কুমার বিশ্বাসকে হবিগঞ্জ এবং ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নীলফামারী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

১৬ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·