রোববার (৬ জুলাই) রাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি এলাকায় হাবিজ উদ্দিন মণ্ডলের বাড়ির পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, গভীর রাতে কবরস্থান থেকে মৃত হাছেন আলী মণ্ডলের ছেলে রফিক মণ্ডল ও হাবিজ উদ্দিন মণ্ডলের স্ত্রী তাহমিনার কবর খুঁড়ে কঙ্কাল নিয়ে যায় একটি চক্র। সকাল হলে কবরস্থান এলোমেলো দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেয়া হয়। পরে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। ধারণা করা হচ্ছে, একটি সংঘবদ্ধ চক্র এ ঘটনায় জড়িত রয়েছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘এ ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। মরদেরও নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে। অনেকেই তাদের পারিবারিক কবরস্থানের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন।’
আরও পড়ুন: স্বজনরা জিয়ারতে গিয়ে দেখেন কবর খোঁড়া, নেই মাথার খুলি
এমন ঘটনার তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে কবরস্থানের পাশাপাশি এলাকাজুড়ে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্বজনরা। ঘটনার রহস্য উদঘাটন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও এলাকাবাসীর।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, ‘রফিক মণ্ডল ও তাহমিনা দুজনেই ২ বছর আগে মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, তাদের কঙ্কাল চুরি করতেই হয়তো কেউ কবর খুঁড়েছে। আমরা তদন্ত করছি, রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।’