গাজীপুরে দুই পোশাক কারখানার শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ

১ দিন আগে
গাজীপুরের টঙ্গীতে আমট্রানেন্ট গ্রুপের দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে তাদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অসুস্থদের মধ্যে ৪৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।


হাসপাতাল সূত্র জানায়, আক্রান্ত শ্রমিকদের অধিকাংশই বমি, শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও অস্বস্তিজনিত উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে অধিকাংশ শ্রমিক আশঙ্কামুক্ত রয়েছেন।


আরও পড়ুন: খাবার খেয়ে হাসপাতালে ঈশ্বরদী ইপিজেডের শতাধিক শ্রমিক!


শ্রমিকরা জানান, নভেম্বর মাসের বেতন পরিশোধ না হওয়ায় এক্সপোর্ট ভিলেজের শ্রমিকরা গত রোববার (১১ জানুয়ারি) ও সোমবার (১২ জানুয়ারি) সারাদিন কর্মবিরতি ও আন্দোলন করেন। আন্দোলনের মধ্যেই সোমবার হঠাৎ ওই কারখানার শ্রমিকরা অসুস্থ হয়ে পড়তে শুরু করেন। সেদিন প্রায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। বুধবার সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিলে ফের এক্সপার্ট ভিলেজ ও ব্রাভো এ্যাপারেলসের শ্রমিকরা একের পর এক শ্রমিক অসুস্থ হতে থাকেন।


আরও পড়ুন: কলের পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, কারখানা বন্ধ


পরে তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। ঘটনার পর কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ বিষয়টি তদন্ত করছে। 

]]>
সম্পূর্ণ পড়ুন