সোমবার (২৮ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক নেতা-কর্মী এতে অংশগ্রহণ করেন।
এই কর্মসূচির সভাপতিত্ব করেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদ। দলের নেতা-কর্মীদের নিয়ে কালিয়াকৈর বাজার, পৌরসভার চন্দ্রাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের মাঝে প্রায় ১৫ হাজার লিফলেট বিতরণ করেন তিনি।
আরও পড়ুন: বিএনপির ৩১ দফা নিয়ে পঞ্চগড়ে প্রশিক্ষণ কর্মশালা
এই কর্মসূচির মধ্যদিয়ে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার গুরুত্ব এবং তা দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। সেই সঙ্গে দেশের চলমান সংকট নিরসনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।