গাজীপুরে ডোবায় পড়ে ২ শিশুর মৃত্যু

৩ সপ্তাহ আগে
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার আমবাগ পশ্চিমপাড়া এলাকায় ডোবায় পড়ে ইয়ানুর (২) ও হাবিব (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ইয়ানুরের বাবা মো. আজাদ জামালপুর জেলার বাসিন্দা এবং হাবিবের বাবা মো. আমির হোসেনের বাড়ি টাঙ্গাইল জেলায়। উভয় পরিবারই কোনাবাড়ী এলাকার আমবাগ পশ্চিমপাড়ার আফসার হাজীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে দুই শিশু খেলতে গিয়ে বাড়ির পেছনে চলে যায়। এরপর দীর্ঘ সময়েও তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর বাড়ির পেছনে থাকা একটি পরিত্যক্ত ডোবায় শিশু দুটির মরদেহ ভেসে উঠতে দেখা যায়।

 

আরও পড়ুন: গাজীপুরে শীর্ষ সন্ত্রাসী ‘সুমন বাহিনীর’ ৫টি টর্চার সেল গুঁড়িয়ে দিলো পুলিশ

 

পাশের রুমের ভাড়াটিয়া মোনালিসা আক্তার জানান, আমি অফিস থেকে এসে দেখি নিহত বাচ্চা দুটির মা তাদের খোঁজতেছে। হঠাৎ বাসার পেছন থেকে কান্নার শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখি হাবিব কে ডোবা থেকে পা টেনে তুলতেছে তার মা। পরে আমি আশে পাশের লোকজনদের ডেকে তাদের সহযোগিতা নিয়ে পানি থেকে তুলে হাসপাতালে পাঠিয়ে দেই বাচ্চাটিকে এবং অপর বাচ্চাটিকে ডোবায় খোঁজতে থাকি। কিছুক্ষণ পর অপর বাচ্চাটিও পানিতে ভেসে উঠে এবং মৃত অবস্থায় উদ্ধার করি। প্রথম উদ্ধারকৃত বাচ্চা হাবিবকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।

 

আরও পড়ুন: গাজীপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক দুমড়ে-মুচড়ে নিহত ২

 

এ ঘটনায় একই বাড়ির দুটি পরিবারের দুই শিশুর এমন করুণ মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে আহাজারি। স্থানীয়রা বলছেন, ডোবা দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত অবস্থায় ছিল, কিন্তু যথাযথ নিরাপত্তা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন