গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

১ সপ্তাহে আগে
গাজীপুর মহানগরীর কোনাবাড়ি আমবাগ এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট।

বৃহস্পতিবার রাত সোয়া ৮ টার দিকে এ আগুন লেগেছে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন।


ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে মহানগরীর আমবাগ নাদের আলী উচ্চ বিদ্যালয়ের পিছনে ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের গোডাউনে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ফায়ার সার্ভিস খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণোর কাজ করছে।

আরও পড়ুন:  ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ঝুটের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট। এখনো আগুন লাগার কারণ জানা যায়নি।

]]>
সম্পূর্ণ পড়ুন