গাজীপুরে চাঁদা না পেয়ে রিসোর্ট বন্ধ করে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধ

৪ সপ্তাহ আগে
গাজীপুর মহানগরের টেক কাথোরা এলাকায় অবস্থিত ‘রিভেরি রিসোর্ট’ চাঁদা না পেয়ে জোরপূর্বক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি গাজীপুর সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. রাসেল রানা।

রিসোর্ট কর্তৃপক্ষের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাসেল রানা মাসিক ৬৫ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। দাবি পূরণ না করায় রিসোর্টের গেটের সামনে বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এক ট্রাক বালু ফেলে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এছাড়াও, রিসোর্টের কর্মকর্তা ও কর্মচারীদের হুমকি এবং ভয়ভীতি দেখানো হয়।


রিসোর্টের চেয়ারম্যান এহছানুল কাদীর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এতে বলা হয়, সরকার পরিবর্তনের পর থেকে রাসেল রানা নানা অজুহাতে রিসোর্ট পরিচালনায় বাধা সৃষ্টি করছেন।


অভিযোগে আরও উল্লেখ করা হয়, রাসেল রানা রিসোর্টের দুই ম্যানেজারকে ফোন করে বলেন, রিসোর্টে কোনো অতিথি প্রবেশ করতে পারবে না, চেয়ারম্যান এলেও রিসোর্টে ঢুকতে দেওয়া যাবে না। হুমকি দিয়ে তিনি বলেন, '১১টার পরে যদি একটা লোকও ডুকে, তোমার পিঠের চামড়া থাকবে না।'


রিসোর্টের নিরাপত্তার দায়িত্বে থাকা খায়রুলকে ফোনে রাসেল রানা আরও বলেন, 'এই রিসোর্টে অবৈধ ব্যবসা হয়, খারাপ কাজ হয়। এখন থেকে একটা গেস্টও ঢুকবে না। গেইটে তালা দাও।'


আরও পড়ুন: অলিগলিতে কেমিক্যাল গোডাউন, মৃত্যু ফাঁদে পরিণত গাজীপুর


রিসোর্ট কর্তৃপক্ষ অভিযোগ করে জানায়, এ ঘটনায় রাসেল রানার নেতৃত্বে তার সহযোগীরা জোর করে ৬ হাজার টাকা লুট করে নিয়ে যায় এবং নিয়মিত মাসিক ৬৫ হাজার টাকা চাঁদা দেওয়ার দাবি জানায়।


অন্যদিকে রাসেল রানা অভিযোগ অস্বীকার করে বলেন, 'ওই রিসোর্টে অবৈধ কর্মকাণ্ড চলে। তাই এলাকাবাসী একত্রিত হয়ে সেটি বন্ধ করেছে।' তিনি গেটে বালু ফেলার বিষয়েও অস্বীকৃতি জানান।


এ বিষয়ে গাজীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) সিদ্দিক হোসেন বলেন, 'আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। রিসোর্ট কর্তৃপক্ষকে রিসোর্ট চালু করতে বললেও তারা বলছে, নিরাপত্তাহীনতায় ভুগছে।'

তিনি আরও জানান, অভিযুক্ত রাসেল রানা চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন