গাজীপুরে আলোচিত শিশু ধর্ষণ মামলায় গ্রেফতার ২

১ সপ্তাহে আগে
গাজীপুরের কালিয়াকৈরে প্রেমের সম্পর্ক গড়ে শিশু মেয়েকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর মা বাদী হয়ে প্রায় পৌনে দুই মাস পর থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পরপরই এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ঘটনার মূলহোতা ও সহযোগী আসামিকে গ্রেফতার করেছে।

বুধবার (১৫ অক্টোবর) মামলা দায়ের পরপরই তাদের গ্রেফতার করা হয়েছে।


গ্রেফতাররা হলেন: ঘটনার মূলহোতা জয় কুমার দাস (২০)। তিনি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার মানোরা এলাকার নিত্য চন্দ্র দাসের ছেলে। অপরজন জয় কুমারের মামা লোকনাথ চন্দ্র দাস। তিনি একই এলাকার নিতাই চন্দ্র দাসের ছেলে।


জানা গেছে, নির্যাতিত শিশু কালিয়াকের একটি মাদ্রাসার শিক্ষার্থী। তার বাবা কুড়িগ্রাম জেলার উলিপুরের বাসিন্দা। তিনি কর্মসূত্রে কালিয়াকৈরে ভাড়া বাসায় থাকতেন। গ্রেফতার আসামি লোকনাথ চন্দ্র দাস পাশাপাশি বাসায় ভাড়া থাকতেন। তবে, অপরাধে জড়িত আসামিরা ভিন্ন ধর্মের হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয় একটি মহল পরিস্থিতি ঘোলা করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ ওঠেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।


মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, সহযোগী আসামি লোকনাথ চন্দ্র দাসের ভাড়া বাসায় আসা যাওয়া করতেন মূল আসামি জয় কুমার দাস। সেই সূত্রে জয় কুমার দাসের সঙ্গে বাদীর শিশু মেয়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে আসামিরা শিশুকে ফুসলিয়ে গত ২০ আগস্ট সকাল ৮টার দিকে কালিয়াকৈর থেকে অপহরণ করে নিয়ে যায়। এবং তাকে ঢাকার নবাবগঞ্জ এলাকায় একটি ভাড়া বাসায় আটকে রাখে। গত ২০ ও ২২ আগস্ট জয় কুমার দাস ভিকটিমকে একাধিকবার ধর্ষণ করে। পরে গত ২২ আগস্ট আসামিরা ভুক্তভোগীকে একটি বাসে তুলে দিলে ২২ আগস্ট বিকালে তার বাবা-মার কাছে ফিরে আসে। ফিরে আসার পর ভুক্তভোগী দীর্ঘদিন চুপচাপ থাকে। অভিভাবকরা জিজ্ঞাসাবাদ করলেও শিশুটি তখন কিছু বলেনি।


আরও পড়ুন: শিশুকে ভয় দেখিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণ, যুবদল নেতা গ্রেফতার


এজাহার সূত্রে আরও জানা যায়, প্রায় পৌনে দুই মাস পরে গত ১৪ অক্টোবর রাতে ভুক্তভোগী বাবা-মাকে ধর্ষণের ঘটনাটি জানায়। পরের দিন ১৫ অক্টোবর সকালে তার বাবা-মা বিষয়টি মৌখিকভাবে কালিয়াকৈর মৌচাক ফাঁড়ির পুলিশকে জানায়। পুলিশ ঘটনাটি জানার পর তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করে। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে তাদেরকে ১ ও ২ নম্বর আসামি করে গত ১৫ অক্টোবর একটি মামলা দায়ের করেন। মামলায় জয় কুমার দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এবং সহযোগিতার জন্য গ্রেফতার মামাসহ ২ জনসহ মোট ৩ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতার আসামিরা বর্তমানে জেল হাজতে রয়েছে।


কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘মামলার আসামিদের গ্রেফতার করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’


এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক বলেন, ‘ঘটনার অনেক পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ দ্রুততার সঙ্গে ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতার করেছে। শিশুটির মা বাদী হয়ে যেভাবে অভিযোগ করেছেন, সেভাবেই মামলা রেকর্ড হয়েছে।'


সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিষয়ে তিনি বলেন, ‘বিষয়টি দুঃখজনক। একটি মহল মিথ্যা গল্প ছড়াচ্ছে। এখানে ধর্মীয় কোনো বিষয় নেই। প্রেমের সম্পর্কে জড়িয়ে একটি ঘটনা ঘটেছে। অপরাধ সংঘটন হয়েছে। আইন অনুযায়ী অপরাধীদের গ্রেফতার করা হয়েছে। যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন