গাজীপুরে ‘অবৈধ মেলা’ ও জুয়া বন্ধে লিগ্যাল নোটিশ

৩ সপ্তাহ আগে
গাজীপুর মহানগরীর শিমুলতলী এলাকায় মেলার নামে লটারি বাণিজ্য বন্ধে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারসহ ৫ জনকে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গাজীপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য আসিফ রায়হান কাউসার ওই লিগ্যাল নোটিশ দিয়েছেন।

নোটিশ গ্রহীতা অন্যরা হল- গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ডের সিও, বিএমটি আর্মি ফার্মার এমডি, পুলিশ কমিশনার ও বেনারশী ইভেন্ট ম্যানেজম্যান্টের মালিক বাদল মিয়া।

 

নোটিশে বলা হয়েছে, আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাইতেছে যে, আমি বিভিন্ন পত্র-পত্রিকা, অনলাইন সামাজিক যোগাযোগের নানা মাধ্যমে ও নিউজ মিডিয়া কনটেন্ট পর্যালোচনা করিয়া আপনাদের নোটিশ গ্রহীতাদের এই মর্মে আইনগত বিজ্ঞপ্তি প্রেরণ করিতেছি যে, গত ২৭ আগষ্ট বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির পক্ষে একটি অবহিতকরণ চিঠি বিতরণ করা হয়। চিঠিতে বিএমটিএফ লিঃ আর্মি ফ্যাক্টরীর নির্ধারিত ফাঁকা স্থানে বেনারশী ইভেন্ট ম্যানেজম্যান্ট এর স্বত্তাধিকারী বাদল মিয়া (৫নং নোটিশ গ্রহীতা) কর্তৃক একটি ‘ক্ষুদ্র ও কুটির শিল্প’ মেলার নামের আড়ালে প্রকাশ্যে চলছে বে-আইনী লটারী বাণিজ্য এবং পুতুল নাচ নামের আড়ালে চলছে নগ্ননৃত্য।

 

আরো বলা হয়েছে, ‘নোটিশ প্রদানের দিন থেকে এখনও চলমান রয়েছে। যার কারনে স্থানীয় স্কুল কলেজ পড়ুয়া উঠতি বয়সের ছেলে-মেয়েরা স্কুল-কলেজ ফাঁকি দিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে। এছাড়াও প্রতিদিন শতাধিক অটোরিকশা দিয়ে নগরীর বিভিন্ন এলাকায় র‍্যাফেল ড্রয়ের নামে প্রতারণামূলক ভাবে মোটরসাইকেল, ল্যাপটপ, স্বর্ণ, টিভিসহ বিভিন্ন লোভনীয় পুরস্কার দেয়ার প্রলোভন দেখিয়ে বিক্রি করা হচ্ছে বিপুল সংখ্যক টিকিট।

 

আরও পড়ুন: গাজীপুরে সময় টিভির চিত্র সাংবাদিকের মোটরসাইকেল চুরি

 

নোটিশে উল্লেখ করা হয়, ‘আপনারা ১,২,৩,৪ ও ৫ নং লিগ্যাল নোটিশ গ্রহীতাগণ এর মধ্যে ১-৪ নং নোটিশ গ্রহীতাগণের এখতিয়ারভুক্ত অঞ্চলে ৫নং নোটিশ গ্রহীতা কর্তৃক আয়োজিত বেআইনি ভাবে মেলাটিতে নানান অবৈধ ও অসামাজিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।’

 

আগামী সাত কর্মদিবসের মধ্যে উল্লেখিত মেলার নামে অবৈধ ও অপরাধমূলক এবং অসামাজিক কার্যক্রম বন্ধ করার যাবতীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনগত বিজ্ঞপ্তি প্রেরণ করা হলো। অন্যথায় আপনাদের প্রত্যেকের দায় অনুসারে উপযুক্ত আদালতে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করিতে বাধ্য থাকিব।

 

আরও পড়ুন: গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

 

লিগ্যাল নোটিশ প্রাপ্তি এবং মেলার বিষয়ে জানতে জেলা প্রশাসক নাফিসা আরেফীনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

 

উল্লেখ্য গাজীপুর মহানগরীর শিমুলতলী এলাকায় বাণিজ্য মেলার নামে লাটারি ও অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহল।

]]>
সম্পূর্ণ পড়ুন