রোববার (৭ সেপ্টেম্বর) মাওনা চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্যাথলজি, এক্স-রে ও বর্জ্য ব্যবস্থাপনাসহ একাধিক অনিয়মের প্রমাণ পাওয়ায় ল্যাবএইড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা এবং সুপার ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সার্ভিসেসকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ সময় প্রতিষ্ঠান দুটিকে সকল অনিয়ম সংশোধনের নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
]]>