২০২৩ সালের ৭ অক্টোবার গাজায় নির্বিচারে হামলা চালানো শুরু করে দখলদার বাহিনী। প্রায় ১৫ মাস ধরে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়।
তবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গত সপ্তাহে (১৮ মার্চ)) গাজায় ফের হামলা শুরু করে ইসরাইলি সেনাবাহিনী। হামলায় ওইদিনই প্রায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়।
সেই থেকে অবিরাম বোমাবর্ষণ চলছেই। আন্তর্জাতিক আইন, যুদ্ধবিরতি চুক্তি, আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান- কোনো কিছু আমলে না নিচ্ছে না ইসরাইল।
রোববার (২৩ মার্চ) ৫৩৩তম দিনের মতো গাজাজুড়ে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা সালাহ আল-বারদাউইলসহ অন্তত ৩৫ জন নিহত হয়েছেন।
আরও পড়ুন: ইসরাইলে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, বিক্ষোভ
গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, নিহতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ২১ জনে দাঁড়িয়েছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন এক লাখ ১৩ হাজার ২৭৪ জন।
স্থানীয়দের দাবি, ওই বিমান হামলায় হামাসের রাজনৈতিক দফতরের সদস্য বারদাউইল ও তার স্ত্রী নিহত হয়েছেন। তবে এ নিয়ে তাৎক্ষনিকভাবে ইসরাইলি কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি।
আরও পড়ুন: ইসরাইলে নিজেদের নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
]]>