গাজায় সাংবাদিকদের তাঁবুতে ইসরাইলের হামলা, বেশ কয়েকজন হতাহত

২ সপ্তাহ আগে
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের নৃশংসতা চলছেই। রোববার ভোরে মধ্য গাজায় হামলা চালিয়ে একজন সাংবাদিকসহ বেশ কয়েকজন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের আবাসস্থলে বোমা হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এ ঘটনায় অন্তত একজন সাংবাদিক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

 

ফিলিস্তিনি সংবাদমাধ্যম কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, নিহত ওই সাংবাদিকের নাম হিলমি আল-ফাকাওয়ি। হামলায় আহমেদ মনসুর নামে আরেক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। এছাড়া এই হামলায় আল জাজিরার ফটোগ্রাফার মাহমুদ আওয়াদও আহত হয়েছেন।

 

গাজার দেইর আল-বালাহের বাসিন্দাদের সরে দেয়ার নির্দেশ দেয়ার পর ইসরাইলি বাহিনী এই হামলা চালানো হয়।

 

আরও পড়ুন: হামাসের রকেট হামলায় কাঁপল ইসরাইল

 

এদিকে গাজার আল-আকসা হাসপাতালের কাছে ইসরাইলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, ইসরাইল হাসপাতালের কাছে বাস্তুচ্যুত মানুষের আবাসস্থল তাঁবুতে হামলা করেছে।

استشهاد الصحفي حلمي الفقعاوي جراء قصف الاحتلال خيمة للصحفيين في مستشفى ناصر بمدينة خانيونس pic.twitter.com/8HrrfsVb0I

— شبكة قدس الإخبارية (@qudsn) April 7, 2025

অন্যদিকে  রোববার রাতে গাজা থেকে ইসরাইল ভূখণ্ডে অন্তত ১০টি রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

 

আরও পড়ুন: ইসরাইলি হামলায় ‘বসবাস অযোগ্য’ হয়ে গেছে রাফাহ

 

হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড হামলার সত্যতা নিশ্চিত করেছে। তারা বলেছে, গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বর হামলার জবাবে রকেট ছোড়া হয়েছে।

 

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গাজা থেকে ইসরাইলের শহর লক্ষ্য করে ছোড়া ১০টি রকেট শনাক্ত করেছে তারা। তবে বেশিরভাগই প্রতিহত করা হয়েছে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন