বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন, ইসরাইলি বিমান হামলায় মসজিদটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং বিপুল সংখ্যক বেসামরিক লোক আহত হয়েছেন।
আরও পড়ুন: জেরুজালেমে দুর্ঘটনার কবলে নেতানিয়াহুর গাড়িবহর
আহতদের নুসেইরাতের আল-আওদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছ। তবে এ বিষয়ে কোনো অতিরিক্ত তথ্য দিতে পারেননি প্রত্যক্ষদর্শীরা।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরাইলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে, উপত্যকাজুড়ে মসজিদ এবং গির্জাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করে চলেছে দখলদার ইসরাইল।
গাজার ধর্ম মন্ত্রণালয় ফেব্রুয়ারিতে ঘোষণা করেছিল, ইসরাইলি সেনাবাহিনী ১,২৪৪টি মসজিদের মধ্যে ১,১০৯টি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করে দিয়েছে।
আরও পড়ুন: আব্রাহাম চুক্তিতে যোগ দেয়ার মার্কিন প্রস্তাবে সিরিয়ার ‘না’
]]>