গাজায় যৌথ টাস্কফোর্সে যোগ দিতে প্রস্তুত তুরস্ক

১ সপ্তাহে আগে
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রস্তাবিত গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় উপত্যকায় কয়েকটি দেশের সমন্বয়ে একটি যৌথ টাস্কফোর্স গঠনের কথা রয়েছে। এই টাস্কফোর্স যুদ্ধবিরতি ‘পর্যবেক্ষণ’ করবে। তুরস্ক জানিয়েছে, বহুজাতিক এই টাস্কফোর্সে যোগদানের জন্য দেশটির সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনা অনুযায়ী গাজায় বহুজাতিক যৌথ টাস্কফোর্সে যোগদানের জন্য তুরস্কের সশস্ত্র বাহিনী প্রস্তুত।

 

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গতকাল (বুধবার) ন্যাটো প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে গুরুত্বপূর্ণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জোট ও চলমান মানবিক প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে।

 

আরও পড়ুন: আমি বললেই গাজায় আবার যুদ্ধ শুরু করবে ইসরাইল: ট্রাম্প

 

গুলার বলেন, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় আমরা খুশি। আমরা আশা করি যুদ্ধবিরতির পূর্ণ বাস্তবায়ন ও নিরবচ্ছিন্ন মানবিক সাহায্য নিশ্চিত করার পাশাপাশি একটি সুষ্ঠু দ্বিরাষ্ট্রীয় সমাধানের সূচনা করবে। উপত্যকায় মানবিক সহায়তা অব্যাহত রাখা তুরস্কের অন্যতম অঙ্গীকার এবং গাজায় প্রতিষ্ঠিত হতে যাওয়া বহুজাতিক টাস্কফোর্সে অংশ নিতে তুরস্কের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে।

 

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, গাজায় জিম্মি ও বন্দি বিনিময় সম্পন্ন হলে একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের উদ্দেশ্য রয়েছে। যদিও সব পক্ষ এখনও এই বিষয়ে একমত হয়নি।

 

কর্মকর্তারা আরও জানিয়েছেন, ওই টাস্কফোর্সে মিশর, কাতার, তুরস্কসহ আরব ও মুসলিম বিশ্বের বাহিনীগুলো অন্তর্ভুক্ত থাকবে।

 

সূত্র: আল জাজিরা

]]>
সম্পূর্ণ পড়ুন