গাজায় যুদ্ধবিরতির আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’

৩ সপ্তাহ আগে
কয়েক মাসের অচলাবস্থার পর, মিশরের রাজধানী কায়রোতে ইসরাইল-হামাস যুদ্ধবিরতি এবং জিম্মি নিয়ে চুক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। পরোক্ষ আলোচনায় জড়িত একজন সিনিয়র ফিলিস্তিনি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে চুক্তি নিয়ে আলোচনা করতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু কায়রো যাচ্ছেন-- এমন খবর প্রকাশের পর নেতানিয়াহুর কার্যালয় তা অস্বীকার করেছে।

ফিলিস্তিনের ওই কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, চুক্তি নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজও বলেছেন, চুক্তির বিষয়ে আলোচনা আগের চেয়ে ফলপ্রসু ও গঠনমূলক হয়েছে।

 

আরও পড়ুন:সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান


সাম্প্রতিক সপ্তাহগুলোতে মধ্যস্থতাকারী মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশর আবারও তাদের চেষ্টা শুরু করেছে। বর্তমানে একটি ইসরাইলি প্রতিনিধিদল কাতারের রাজধানী দোহায় রয়েছেন। 

 

গাজায় ১৪ মাস ধরে চলা ইসরাইল-হামাস যুদ্ধ শেষ করতে উভয় দলের মধ্যে ইতিবাচক মানোভাব দেখা গেছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

 
এদিকে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে নেতানিয়াহু কায়রোর পথে আছেন এবং আগামী কয়েকদিনের মধ্যে একটি চুক্তি হতে যাচ্ছে বলে গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে। যে খবর অস্বীকার করেছে নেতানিয়াহুর কার্যালয়। টাইমস অব ইসরাইল এ তথ্য জানিয়েছে।

 

প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র বলেছেন, নেতানিয়াহু বর্তমানে মিশরের রাজধানীতে নেই।

 

পরে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ, আইডিএফ প্রধানের সাথে সিরিয়ার পরিস্থিতি পর্যালোচনার জন্য সিরীয় সীমান্তের কাছে হারমন পার্বত্য অঞ্চলে ছিলেন।

 

আরও পড়ুন:যুক্তরাষ্ট্রের কাছে ১৭ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানি আদালতের

 

অন্যদিকে হামাস এক বিবৃতিতে বলেছে, গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তি সম্ভব যদি ইসরাইল ‘নতুন করে শর্ত দেয়া বন্ধ রাখে’।

 

যুক্তরাষ্ট্রও এক বিবৃতিতে জানিয়েছে, তারা বিশ্বাস করে গাজায় যুদ্ধবিরতি চুক্তি দ্রুত কার্যকর হবে। 

]]>
সম্পূর্ণ পড়ুন