গাজায় যুদ্ধবিরতিকে স্বাগত জানালো ব্রিটেন

১১ ঘন্টা আগে
ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধের অবসানে ইসরাইল ও হামাসের চুক্তিকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সেই সঙ্গে গাজা উপত্যকায় দ্রুত ত্রাণ সহায়তা প্রবেশের পথ করে দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

স্টারমার এক বিবৃতিতে বলেছেন, ‘গাজার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে একটি চুক্তিতে পৌঁছানোর খবরকে আমি স্বাগত জানাই। এই চুক্তিটি এখন অবিলম্বে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে এবং গাজায় জীবন রক্ষাকারী মানবিক সহায়তার ওপর থেকে অবিলম্বে সমস্ত বিধিনিষেধ তুলে নিতে হবে।’

 

গাজায় সংঘাত বন্ধে মিশরে গত সোমবার থেকে শুরু হয় হামাস-ইসরাইল পরোক্ষ আলোচনা। টানা তিনদিনের মাথায় বুধবার (৮ অক্টোবর) মার্কিন শান্তি পরিকল্পনার প্রথম দফা কার্যকারে একমত হয়েছে ইসরাইল ও হামাস। রাতেই যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। 

 

   

]]>
সম্পূর্ণ পড়ুন