গাজায় যুদ্ধবিরতি চুক্তি ‘যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি’

২ সপ্তাহ আগে
হামাস এবং আরও দুটি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী বলেছে, ইসরাইলের সাথে গাজা যুদ্ধবিরতি চুক্তি ‘যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি’, যদি ইসরাইল নতুন শর্ত আরোপ না করে। খবর এএফপির।

প্রতিবেদন মতে, হামাস, প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ ও পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ ফিলিস্তিন এক বিরল যৌথ বিবৃতিতে বলেছে, ‘একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা (যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি) আগের চেয়ে অনেক কাছাকাছি, যদি শত্রুরা নতুন শর্ত আরোপ করা বন্ধ করে দেয়।

 

শনিবার (২১ ডিসেম্বর) মিশরের রাজধানী কায়রোতে আলোচনার পর এই বিবৃতি দেয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় এক বছরেরও বেশি সময় ধরে ইসরাইলের বর্বর সামরিক আগ্রাসন অব্যাহত রয়েছে। এতে ৪৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখের বেশি মানুষ।

 

আরও পড়ুন: সংকটে ইরানের ‘প্রতিরোধের অক্ষ’ আরও শক্তিশালী হবে, দাবি খামেনির

 

সংঘাত শুরুর প্রায় দুই মাসের মাথায় গত বছরের নভেম্বরে মাত্র এক সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। এরপর যুদ্ধবিরতির লক্ষ্যে এক বছরেরও বেশি সময় ধরে কূটনৈতিক তৎপরতা চললেও তা আলোর মুখ দেখেনি। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের প্রতিনিধিরা যুদ্ধবিরতি আলোচনায় জোর দিয়েছেন।

 

খবরে বলা হয়েছে, হামাস ও ইসরাইল উভয়পক্ষই সংঘাত শেষ করার ব্যাপারে ইচ্ছা পোষণ করেছে। চলতি সপ্তাহে যুদ্ধবিরতির সঙ্গে যুক্ত এমন একজন ফিলিস্তিনি জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অন্যদিকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, ‘যেকোনো সময়ের তুলনায় যুদ্ধবিরতি এখন কাছাকাছি রয়েছে’। 

 

আরও পড়ুন: গাজায় ইসরাইলের বিমান হামলায় একই পরিবারের ৭ শিশু নিহত

 

শনিবার গাজায় ইসরাইলি আগ্রাসন ৪৪১তম দিনে গড়িয়েছে। এদিনও গাজা উপত্যকার বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালানো হয়েছে। এতে গত ২৪ ঘণ্টায় অন্তত ২১ জন নিহত এবং আরও ৬১ জন আহত হয়েছেন। 

]]>
সম্পূর্ণ পড়ুন