প্রতিবেদন মতে, রোববার (২৯ জুন) গাজা উপত্যকার উত্তরাঞ্চলে এক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক সেনা নিহত হয়। আইডিএফ জানায়, নিহত সেনার নাম ইস্রায়েল নাটান রোজেনফেল্ড। বয়স ২০ বছর। তিনি সেনাবাহিনীতে একজন সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আরও জানানো হয়েছে, রোজেনফেল্ড ইসরাইলের রানানা শহরের বাসিন্দা, ৬০১ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের যোদ্ধা এবং আকাবাত হা-বারজেল (৪০১) ডিভিশনের সদস্য ছিলেন।
চলতি মাসে গাজায় যুদ্ধে নিহত ২০তম সৈনিক রোজেনফেল্ড। জুন মাসকে গত বছরের তুলনায় সর্বোচ্চ সংখ্যক সামরিক হতাহতের মাস হিসেবে চিহ্নিত করেছে আইডিএফ।
আরও পড়ুন: নেতানিয়াহুকে অবশ্যই চলে যেতে হবে: সাবেক প্রধানমন্ত্রী বেনেট
ইসরাইলি আর্মি রেডিও জানিয়েছে, গত মার্চে গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৩০ জন ইসরাইলি সেনা হামাস ও প্রতিরোধ যোদ্ধাদের হাতে নিহত হয়েছে। আর ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এই সংখ্যা ৮ শতাধিক ছাঁড়িয়েছে।
এদিকে ইসরাইলি হত্যাযজ্ঞ অব্যাহত রয়েছে। গাজা চিকিৎসা সূত্রের তথ্য অনুযায়ী, রোববার গাজাজুড়ে ইসরাইলি হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন ত্রাণপ্রার্থীও রয়েছেন।
এর মধ্যেই উত্তর গাজা থেকে অধিবাসীদের সরে যেতে নির্দেশ জারি করেছে ইসরাইলি সেনাবাহিনী। এর মধ্যে গাজা শহরের কিছু অংশ এবং আশেপাশের এলাকার কিছু অংশও রয়েছে। এর ফলে উপত্যকায় নতুন করে হামলা আরও জোরদারের আশঙ্কা করছেন অধিবাসীরা।
আরও পড়ুন: আইএইএ প্রধানের হাতে ইরানিদের রক্ত লেগে আছে: জাতিসংঘের সাবেক কর্মকর্তা
]]>