বৃহস্পতিবার ( ২৬ জুন) এক কর্মকর্তা জানিয়েছেন, ত্রাণের ট্রাকে মুখোশধারী ব্যক্তিদের ছবি ছড়িয়ে পড়ার পর ত্রাণ দেয়া আপাতত বন্ধ রাখা হয়েছে।
বুধবার রাতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটর্জের সাথে এক যৌথ বিবৃতিতে বলেছেন, তিনি সেনাবাহিনীকে দুই দিনের মধ্যে একটি পরিকল্পনা উপস্থাপনের নির্দেশ দিয়েছেন যাতে হামাসকে ত্রাণের নিয়ন্ত্রণ নেয়া থেকে ঠেকাতে পারে।
আরও পড়ুন:গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ফের গুলি, নিহত ৩৩
এদিকে, নেতানিয়াহু এবং কাটর্জ নতুন তথ্য উদ্ধৃত করার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন তথ্য অনুযায়ী জানানো হয়, হামাস উত্তর গাজার বেসামরিক নাগরিকদের জন্য দেয়া ত্রাণের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে।
বিবৃতিতে তথ্য প্রকাশ করা হয়নি তবে বুধবার প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে যে, কয়েক ডজন মুখোশধারী ব্যক্তি, যাদের মধ্যে কয়েকজন রাইফেল, লাঠি হাতে সজ্জিত তারা ত্রাণের ট্রাকে উঠেছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন ইসরাইলি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, সামরিক বাহিনীকে নতুন পরিকল্পনা তৈরিতে দুই দিনের সময় দেয়ার জন্য আপাতত ত্রাণ সরবরাহ স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন:গাজায় নিহতের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের কয়েকগুণ: প্রতিবেদন
]]>