আল জাজিরা জানিয়েছে, ইসরাইলি অ্যাটাক হেলিকপ্টারগুলো উপত্যকার উত্তরে গাজা সিটির পূর্বে একটি স্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।
গাজার দক্ষিণ খান ইউনিস এলাকায় বিমান হামলার খবর পাওয়ার পরপরই উত্তরে ইসরাইলি হামলা শুরু হয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে স্বাক্ষর করতে ইসরাইলি সরকার সম্মত হওয়ার পর দক্ষিণ খান ইউনিসে প্রথম হামলা হয় বলে জানা গেছে।
আরও পড়ুন: গাজায় সহায়তার জন্য ইসরাইলে ২০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
গাজার নাগরিক প্রতিরক্ষা বিভাগও ইসরাইলি বাহিনী প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত গাজা শহরের সীমান্তবর্তী এলাকা থেকে দূরে থাকার জন্য জনগণকে সতর্ক করেছে।
এর মধ্যেই গাজা সিটিতে ইসরাইলের ৬১৪তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের ২৬ বছর বয়সি এক লেফটেন্যান্ট-কর্নেল স্নাইপারের গুলিতে নিহত হয়েছেন।
ইসরাইলি সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।
ইসরাইলি সরকার যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের অনুমোদনের আগে, বৃহস্পতিবার বিকেলে এই হামলার ঘটনা ঘটে।
সূত্র: আল জাজিরা