সোমবার দেশগুলো এক যৌথ বিবৃতিতে গাজায় ফিলিস্তিনিদের ফোঁটা ফোঁটা ত্রাণ সরবরাহ করার নিন্দা জানিয়েছে এবং বলেছে ৮০০ জনেরও বেশি বেসামরিক লোক সাহায্য চাইতে গিয়ে নিহত হওয়ার বিষয়টি ভয়াবহ।
নিহত হওয়ার ঘটনাগুলোর বেশিরভাগই গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) সাইটের আশেপাশে ঘটেছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমর্থিত এই সংস্থাটি জাতিসংঘের নেতৃত্বে একটি নেটওয়ার্ক থেকে গাজায় সাহায্য বিতরণের দায়িত্ব নিয়েছিল। এই সংস্থাকে ঘিরে আগে থেকেই বিতর্ক ছিল বলেও জানা গেছে।
আরও পড়ুন:গাজার দেইর আল-বালাহ শহরে প্রথমবারের মতো স্থল আক্রমণ শুরু ইসরাইলের
এদিকে, গাজায় যুদ্ধ বন্ধ এবং সাহায্য বিতরণের জন্য প্রায় ২০টি ইউরোপীয় দেশের পাশাপাশি কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড আহ্বান জানিয়েছে। আহ্বান জানানোর মধ্যে ইসরাইল এবং তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সমর্থক মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক মিত্র দেশও রয়েছে।
অন্যদিকে, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিবৃতিটি বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এবং এটি হামাসের কাছে ভুল বার্তা দেবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এটি হামাসের উপর চাপ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে এবং পরিস্থিতির জন্য হামাসের ভূমিকা ও দায়িত্ব স্বীকার করতে ব্যর্থ হয়েছে।
এছাড়া ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এই বিবৃতিকে বিরক্তিকর বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে ইসরাইলকে দোষারোপ করা অযৌক্তিক কারণ হামাস সবসময় যুদ্ধ শেষ করার প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করেছে।
আরও পড়ুন:ত্রাণ নিতে যাওয়া আরও ৯২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল
]]>