মঙ্গলবার (২৪ জুন) হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি সামরিক বাহিনীর টানা বোমাবর্ষণে উপত্যকায় মৃতের সংখ্যা বেড়ে ৫৬ হাজার ৭৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া একই সময়ে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৮৪৮ জন।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের মার্চে মাসে যুদ্ধবিরতি চুক্তি ভাঙার পর থেকে ইসরাইল ৫ হাজার ৭৫৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এই সময়ে ১৯ হাজার ৮০৭ ফিলিস্তিনি আহত হয়েছেন।
আরও পড়ুন: ইসরাইল-ইরান যুদ্ধবিরতি ‘লঙ্ঘনে’ উদ্বেগ কাতারের
ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে সহায়তার জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর গুলি ও ড্রোন হামলায় ৫০ জনের বেশি নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্যমন্ত্রণালয়ের বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, মধ্য গাজার ওয়াদি সালাহ আল-দিন স্ট্রিটে এক ঘটনায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৪০ জনেরও বেশি, যাদের মধ্যে ৬২ জনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন: ইরানে ‘আর বোমা ফেল না’, ইসরাইলকে সতর্ক করলেন ট্রাম্প
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা এবং আল জাজিরার সানাদ এজেন্সির যাচাই করা ফুটেজে দেখা যায়, মৃতদেহগুলো নিকটবর্তী নুসাইরাত শরণার্থী শিবিরের আল-আওদা হাসপাতালে আনা হচ্ছে।
]]>