গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ১০৮

৩ সপ্তাহ আগে
ইসরাইলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় আরও ১০৮ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৩৯৩ জন।

স্থানীয় সময় রোববার (৮ জুন) দিনভর চালানো হামলায় এ হতাততের ঘটনা ঘটে। রাতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

 

গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে অভিযান চালাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, রোববারের পর ইসরাইলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৮৮০ জন। সেইসঙ্গে আহতের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৬ হাজার ২২৭ জনে।

 

আরও পড়ুন: ইসরাইলের গোপন নথির ‘ভান্ডার’ ইরানের হাতে, শিগগিরই প্রকাশের হুমকি

 

ইসরাইলের ভূখণ্ডে ঢুকে ওই বছরের ৭ অক্টোবর অতর্কিত হামলা চালায় সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। ওই হামলায় এক হাজার ২০০ জন নিহত হন। পাশাপাশি ২৫১ জনকে জিম্মি করেন তারা। হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী।

 

আরও পড়ুন: ইসরাইলের হুমকিতে ভীত নয় ‘ম্যাডলিন’ জাহাজের অধিকারকর্মীরা

 

এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়। তবে নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করা এই অভিযানের লক্ষ্য এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।

 

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

]]>
সম্পূর্ণ পড়ুন