গাজায় ইসরাইলি বর্বরতায় আরও ৮৮ ফিলিস্তিনি নিহত

৫ দিন আগে
যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেও ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বরতায় একদিনে আরও ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ৩৪ জিম্মিকে মুক্তি দিতে তালিকা অনুমোদন করেছে হামাস।

আলজাজিরা জানিয়েছে, রোববার (৫ জানুয়ারি) রাফা, নাবলুস ও দেইর আল বালাহ এলাকায় হামলা চালায় ইসরাইলি সেনারা। নাবলুসে দোকান পাট বন্ধ করে সামরিক চেক পয়েন্ট বসিয়েছে তারা।

 

রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতি বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় ৮৮ জন নিহত এবং ২০৮ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

 

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে এক সংঘর্ষে প্যালেস্টেনিয়ান ইসলামিক জিহাদের এক কমান্ডার মারা গেছে।

 

আরও পড়ুন: গাজায় ইসরাইলের হামলায় একই পরিবারের ৭ শিশুসহ নিহত ১১

 

এদিকে, বন্দিদের ফিরিয়ে আনার বিষয়ে হামাসের সঙ্গে কাতারের দোহায় আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।

 

বার্তা সংস্থা রয়টার্সকে হামাস জানায়, ইসরাইলের উপস্থাপিত ৩৪ বন্দির একটি তালিকা অনুমোদন করেছে তারা। যা সম্ভাব্য চুক্তিতে বিনিময়ের জন্য ব্যবহার করা যেতে পারে। এ বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে এখনো কোনো অগ্রগতি দেখা যায়নি বলে জানায় হামাস।

 

আরও পড়ুন: সিরিয়ার দামেস্ক বিমানবন্দরে ফের চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট

 

যুদ্ধবিরতির আগেই প্রাণ হারানোর আশঙ্কা করছেন ফিলিস্তিনিরা। ২০২৩ সালের অক্টোবর শুরু হওয়া হামলায় এ পর্যন্ত মারা গেছেন ৪৫ হাজারের বেশি মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বাহিনীর টানা এই হামলায় আরও অন্তত এক লাখ ৯ হাজার ৬৪ জন ব্যক্তিও আহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ গাজাবাসী। 

]]>
সম্পূর্ণ পড়ুন